আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শীতলক্ষ্যায় র‌্যাবের টহল, অপরাধের সংবাদ পেলেই ব্যবস্থা

 

 

 

নিজস্ব প্রতিবেদক: পশুবাহী ট্রলারের নিরাপত্তা নিশ্চিত করতে শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও বুড়িগঙ্গা নদীতে বিশেষ নৌ টহল শুরু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১১।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ১ নং খেয়াঘাটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাব ১১ এর ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র এএসপি মো. জসিম উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, নদীপথে আজ থেকে আমাদের বিশেষ নৌ টহল টিম থাকবে। দুটি টিমে ১৬ সদস্যের এই ও ১০ সদস্যের একটি টহল টিম সার্বক্ষনিক থাকবে। কোথাও কোনো অপরাধের সংবাদ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করা হবে। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না।