আজ বুধবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিমরাইলে ১৪ চাঁদাবাজ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় চাঁদাবাজ বিরোধী অভিযান পরিচালনা করে ১৪ জন পরিবহণ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব- ১১। গত ৭ নভেম্বর তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত চাঁদাবাজরা হলেন, মোঃ সিদ্দিক গাজী (৩৫), মোঃ মোশারফ হোসেন (২৮), মোঃ আলাউদ্দিন (২০), মোঃ জনি মিয়া (২২), শ্রী প্রকাশ চন্দ্র দাস (২১), আমিনুল ইসলাম (২১), মোঃ তুহিন (১৮), মান্নান (২৫), আমির হোসেন (৩৫), মাহামুদ হাসান বাবু (১৯), মোঃ ইমরান ইসলাম (২১), শ্রী বিশাল সিং (২৬), অবিদ মিয়া (৪৪), মোঃ কবির হোসেন (৫০)। এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে চাঁদাবাজির নগদ ১৩,৭০০/- টাকা উদ্ধার করা হয়।
সোমবার ( ৮ নভেম্বর) দুপুরে র‌্যাব-১১ এর (মিডিয়া কর্মকর্তা, নারায়ণগঞ্জ) মোঃ রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিমরাইল কাইয়ুম এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তায় টেম্পু, সিএনজি এবং লেগুনাসহ বিভিন্ন ধরনের গাড়ী চালকদেরকে গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক প্রতি গাড়ী হতে দৈনিক ২৫০/- থেকে ৩০০/- টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। আসামিদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।