আজ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিমরাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক:

সিদ্ধিরগঞ্জের শিমরাইলমোড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। রোববার বেলা ১২ টা থেকে ৩ টা পর্যন্ত চলে উচ্ছেদ অভিযান।

অভিযানে নেতৃত্বে দেন হাইওয়ে শিমরাইল ক্যাম্পের টিআই (প্রশাসন) মোঃ মশিউর আলম। মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনায় হাইওয়ে পুলিশের রেকারের শিকল লাগিয়ে টেনে টেনে তা দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে।

মহাসড়কের পাশে কাঠের পাটাতনের বেশ কয়েকটি সিঁড়িও ভেঙ্গে দেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযানে টিআই মোঃ মশিউর আলম এর সাথে ছিলেন শিমরাইল ক্যাম্পের পুলিশ সদস্যরা এবং নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের আনসার সদস্যরা।