রনজিৎ মোদক : শিব চতুর্দশী উপলক্ষে আজ পাগলার পাগল নাথ জিউর ও শ্রী শ্রী রামসীতা মন্দিরে শিব ভক্তবৃন্দের বিশেষ প্রার্থনা ও অর্ঘ্য প্রদান করবে।
পাগলনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি শিবুদাস জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্তবৃন্দের সমাগম ঘটবে এই মন্দিরে।
এছাড়াও মাসদাইর পৌর মহা শ্মশানে, শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন মন্দির, কুড়িপাড়া শ্রী শ্রী লোকনাথ মন্দির, দেওভোগ শ্রী শ্রী লোকনাথ মন্দির, কেরানীগঞ্জ উপজেলার কোন্ডার ব্রাহ্মনগাঁয় সমেশ্বর শিব মন্দিরে এবং নারায়ণগঞ্জ শহরের পালপাড়া তারকনাথ ধামে শিবের মাথায় জল ঢালার আয়োজন করা হয়েছে।