আজ বৃহস্পতিবার, ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষা প্রতিষ্ঠানে হাছিনা গাজীর চারা বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জে গাছের চারা বিতরণ করেছেন তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী। শনিবার ( ২১ আগস্ট) সকালে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও শিক্ষকদের মাঝে এ চারা বিতরণ করেন।

রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার চারা গ্রহণ করেন মাদ্রাসাটির সভাপতি মো: মুন্না খাঁন, রূপসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চারা গ্রহণ করেন স্কুলের সভাপতি ফিরোজ ভুঁইয়া, রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের চারা গ্রহণ করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশীদ। এর আগে মেয়র হাছিনা গাজী রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজে চারা রোপন ও পরিচর্যা করেন।

উল্লেখ্য সামাজিক বনায়ন বৃদ্ধি করার লক্ষ্যে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে নার্সারিতে সংসদ সদস্যদের ৫০০০ করে চারা উত্তলনের বরাদ্দ দেওয়া হয়। সেই চারা জনপ্রতিনিধি এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।