আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিক্ষার মান উন্নয়নে কাজ করতে চাই- আঃ জলিল

শিক্ষার মান

শিক্ষার মান

 

নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৫ এপ্রিল সোনারগাঁয়ের তাহেরপুর হাজি লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে ৪ (চার) নং ব্যালট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্থানীয় সমাজ সেবক ও সকলের সুপরিচিত মোঃ আঃ জলিল।
আসন্ন নির্বাচনে ভোটারদের মাঝে ব্যাপক আলোচনায় রয়েছেন আঃ জলিল। নির্বাচনকে সামনে রেখে তিনি প্রতিটি ভোটারের সাথে দেখা করে তাদের দোয়া নিচ্ছেন এবং তাদের মূল্যবান ভোট কামনা করেছেন।
নির্বাচন ও স্কুলের শিক্ষার মান নিয়ে তিনি জানান, শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়ন করা ছাড়া কোন প্রতিষ্ঠানের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব না। অত্র স্কুলের ঐতিহ্য ধরে রাখতে আপ্রান চেষ্টা করব। উন্নয়নমূলক ভাবনা ও শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নের চিন্তা নিয়েই নির্বাচনে অংশ নিয়েছি। অভিভাবকরা যদি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আমার দ্বারা স্কুলের উন্নয়ন হবে বলে আমি কথা দিচ্ছি। যে কার্যক্রম করলে ছাত্র-ছাত্রীদেরও লেখাপড়ার মান উন্নত হবে সে বিষয়ে অগ্রাধিকার দিব। গরিব মেধাবী তথা সকল ছাত্র-ছাত্রীদের উন্নয়নে আমি সদা সচেষ্ঠ থাকব। বহিরাগতদের বিনা প্রয়োজনে বিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা, ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা বিধান ও স্কুলের সার্বিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাব ইনশা আল্লাহ।
তিনি সকল অভিভাবকদের নিকট অনুরোধ জানান, ৪ নং ব্যালটে অভিভাবকদেও মূল্যবান ভোট দিয়ে তাকে জয় যুক্ত করার আহবান জানান এবং ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে কাজ করার সুযোগ প্রদান করতে সহায়তা করার অনুরোধ জানান।

 

শিক্ষার মান