শিক্ষাবিদ শীলরক্ষিত বড়ুয়ার পরলোক গমন
চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম:
চন্দনাইশ উপজেলার প্রবীণ খ্যাতনামা শিক্ষাবিদ, সমাজকর্মী বাবু শীলরক্ষিত বড়–য়া গত ০৫ ফেব্র“য়ারি দিবাগত রাত ১১টায় পরলোক গমন করেন। প্রবীন এই শিক্ষাবিদের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রয়াত শীলরক্ষিত বড়–য়ার শেষকৃত্য অনুষ্ঠান বেপারী পাড়া রতœাক্ষুর বিহার প্রাঙ্গনে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট শিক্ষাবিদ শীলরক্ষিত বড়–য়ার প্রয়ানে শোক প্রকাশ করেছেন চন্দনাইশ উন্নয়ন ফোরাম চট্টগ্রামের সভাপতি মওলানা রেজাউল করিম তালুকদার, সাধারণ সম্পাদক ইতিহাস বিদ সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন, সহ-সভাপতি আবদুর রহিম, এ.কে.এম. আবু ইউসুফ, বাবু দুলাল কান্তি বড়–য়া, গোলাম মোস্তফা, লিটন বড়–য়া, বিজয় বড়–য়া, নোটন বড়–য়া, ডাঃ অজয় পাল, নিউটন বড়–য়া, জাবেদ আলম, মোঃ তৌহিদ প্রমূখ। উল্লেখ্য যে, বাবু শীলরক্ষিত বড়–য়া ৫ যুগেরও বেশি সময় ধরে শিক্ষকতা করেছেন। তিনি সাতবাড়িয়া হাজীরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।