আজ বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘শিক্ষকরা আমাদের সুশীল সমাজ’

সংবাদচর্চা রিপোর্ট:

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, রূপগঞ্জে শিক্ষকরা আমাদের সুশীল সমাজ। তারা অনেক জ্ঞানী,গুণী মানুষ। তারাই পারে এই সমাজকে বদলাতে। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষকদের বেতন বাড়িয়েছেন। তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। শিক্ষার্থীরা নতুন বই পাচ্ছে। এটা আওয়ামী লীগ সরকারের উন্নয়ন।

শুক্রবার (৬ জানুয়ারী) দুপুরে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পাকিস্থান থেকে আমরা এগিয়ে গেছি। পাকিস্থান শেষ। আমাদের ট্রেনিং লাগবে। টানা ৩ বার শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই পদ্মাসেতু হয়েছে। এক সরকারকে সময় দিলে উন্নয়ন করতে পারে।
রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিক উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল হক, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম সিদ্দিকী, সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ নাজমুল হাসান, নবকিশলয় হাই স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ নজিবর রহমান সহ অনেকে।