আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ মোগল সম্রাট শাহজাহানের মৃত্যুবার্ষিকী

শাহজাহান

আজ মোগল সম্রাট শাহজাহান মৃত্যুবার্ষিকী
শাহজাহানসংবাদচর্চা ডেস্ক:আজ (সোমবার) ২২ জানুয়ারি’  ১৬৬৬ সালের এ দিনে ভারতের মোগল সম্রাট শাহজাহান পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর।

তিনি তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের স্মৃতি রক্ষার জন্য আগ্রায় তাজমহল নামে পরিচিত মর্মর পাথরের বিশ্বখ্যাত স্মৃতি সৌধ নির্মাণ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাজমহলকে ‘কালের কপোল তলে এক বিন্দু জল, শুভ্র সমুজ্জ্বল’ বলে অভিহিত করেছেন। পঞ্চম মোঘল সম্রাট শাহজাহানের জন্ম হয়েছিলো ১৫৯২ সালে।

পিতা জাহাঙ্গীর পরলোকগমনের পর তিনি ১৬২৩ সালে ভারতের সিংহাসন আসীন হন। তার রাজত্বের বেশির ভাগ সময় ব্যয় করতে হয়েছে দাক্ষিণাত্যের বিদ্রোহ দমনের জন্য এবং এ সত্ত্বেও তিনি দাক্ষিণাত্যকে পুরোপুরি নিজ নিয়ন্ত্রণে আনতে পারেন নি। ১৬৫৮ সালে আওরঙ্গজেব সিংহাসন দখল করে নেন এবং শাহজাহান পরবর্তী জীবন বন্দি অবস্থায় কাটিয়েছেন।