আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শাহআলমের ব্যাকআপ আজাদ বিশ্বাস, কিন্তু সেন্টু কার

নিজস্ব প্রতিবেদক: অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস। এক সময় নারায়ণগঞ্জ আদালতের একজন সাধারণ আইনজীবী ছিলেন। নবম জাতীয় সংসদ নির্বাচনের পরে সদর উপজেলা পরিষদের নির্বাচনের মাধ্যমে বিএনপিতে প্রভাব বিস্তার শুরু হয় তার। ওইসময় প্রথমে এটিএম কামালকে বিএনপি থেকে সমর্থনের বিষয়ে আশ্বস্ত করেছিলেন তৈমুর আলম। কিন্তু এটিএম কামালকে নির্বাচনে দাড় করিয়ে আজাদ বিশ্বাসকে সমর্থন করা হয়। আওয়ামীলীগে একাধিক প্রার্থী থাকায় নির্বাচিত হন আজাদ বিশ্বাস।

এদিকে নেতাকর্মীদের অভিযোগ, আজাদ বিশ্বাস আওয়ামীলীগের দালালি করছেন দুটি কারণে প্রথমত তিনি শাহআলমের ব্যাকআপ হিসেবে কাজ করছেন। শাহআলমের পিঠ বাঁচাতে যাতে কোন মামলা ঝামেলায় শাহআলমকে সরকারি দলে না জড়ায় সে লক্ষ্যে আজাদ বিশ্বাসের এ দালালি। দ্বিতীয় কারণটি হলো উপজেলা পরিষদের চেয়ারটি ধরে রাখতে তিনি দালালি করছেন। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক থেকে সহ-সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সেক্রেটারি হয়েছেন শাহআলমের আশির্বাদেই।

কিন্তু প্রশ্ন ওঠেছে মনিরুল আলম সেন্টু কার জন্য দালালি করছেন। দশম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বিএনপির মনোনয়ন প্রত্যাশি হিসেবে ফতুল্লায তার ব্যানার ফ্যাস্টুন দেখা গিয়েছিল। আর সেই সেন্টুই এখন সরকারি দলের এমপিকে নির্বাচিত করার আহ্বান জানান।

১৯অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া মাঠে ডিএনডির মেগা প্রকল্পের উদ্বোধনের প্রাক্কালে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন আজাদ বিশ্বাস ও ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুল আলম সেন্টু। ওইসময় বিএনপির এ দুজন নেতা প্রধানমন্ত্রী ও সরকারি দলের এমপি শামীম ওসমানের প্রসংশা করেছেন।

ডিএনডি জলাবদ্ধতায় নারায়ণগঞ্জের ২০লাখ মানুষের দুর্ভোগ লাঘবে মেগা প্রকল্প উদ্বোধনের প্রাক্কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে আয়োজিত সমাবেশে উপস্থিত হওয়ায় বিএনপির এ দুজনকে নেতাকে প্রসংশায় ভাসিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী এমপি নজরুল ইসলাম হিরু। তবে ওই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীর ব্যাপক প্রসংশা করেছেন নারায়ণগঞ্জ বিএনপির এ দু শীর্ষ নেতাও।