নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান শারীরিক অসুস্থ। তিনি এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। ২৩ মার্চ বিকেলে একমাত্র ছেলে অয়ন ওসমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে বিষয়টি উল্লেখ করেন। এছাড়া তাঁর স্ত্রী লিপি ওসমানও এ তথ্য নিশ্চিত করেছেন। লিপি ওসমান বলেন, আপনারা সবাই উনার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। সবার কাছে দোয়া কামনা করছি।
![](https://i0.wp.com/sangbadchorcha.com/wp-content/uploads/2023/03/337043567_131304083228419_4261106727401794029_n-scaled.jpg?resize=375%2C500&ssl=1)