নিজস্ব প্রতিবেদক
শামীম ওসমানেরর পুলিশ বডিগার্ডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত চলছে এমনটাই জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরির্দশক। নারায়ণগঞ্জের ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পুলিশ বডিগার্ড মামুন অস্ত্র গুলিসহ কক্সবাজারে গেছেন উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সাংসদের ছেলে অয়ন ওসমানের সাথে। বডিগার্ড মামুন আসলে কার শামীম ওসমানের না অয়ন ওসমানের! এবং তিনি আইনের রক্ষক হয়ে আইন অমান্য করেছে বলে সচেতন নাগরিক সমাজ মন্তব্য করেছেন।
জানা যায়, বডিগার্ড মামুন পূর্বে পুলিশের বিভিন্ন গোপন তথ্য ফাঁস করার অভিযোগে তার কাছ থেকে ওয়ারলেস প্রত্যাহার করে নিয়ে সতর্ক করেছিল পুলিশ প্রশাসন।
জেলা পুলিশের বিশেষ শাখার পুলিশ পরির্দশক সাজ্জাদ রোমান বলেন, পুলিশ কনস্টেবল ও সাংসদের বডিগার্ড মামুন অস্ত্র গুলিসহ কক্সবাজারে গেছেন উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই। এ বিষয়ে তার বিরুদ্ধে তদন্ত কমিটি তদন্ত করছে। জেলা পুলিশ সুপার ছুটি শেষে দেশে এসে ব্যবস্থা গ্রহন করবেন।
প্রসঙ্গত, পুলিশ কনস্টেবল বডিগার্ড মো. মামুন বেচ ক/১৮৪৯। ২০০৭ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করে। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জে। জন্ম ১৯৮৮ সালের ১৩ অক্টোবর। মামুন এইচ এস সি পযর্ন্ত লেখাপড়া করেন। ২০১৩ সালের ৪ নভেম্বর নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হিসেবে যোগদান করে। এর পর থেকেই নারায়ণগঞ্জের ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের বডিগার্ড হিসেবে দায়িত্ব পালন করে আসছে।