আজ বৃহস্পতিবার, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে : অধ্যক্ষ আঃআউয়াল

বিপ্লব হাসান :  রূপগঞ্জ উপজেলার ৫টি কেন্দ্রে বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের ইংরেজী প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষায় যেসব স্কুলের পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন, হাজী এখলাস উদ্দিন উচ্চ বিদ্যালয়, হাজী নুরুদ্দিন উচ্চ বিদ্যালয়, ভূলতা উচ্চ বিদ্যালয়, গোলাকান্দাইল মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয়। এবার মোট ১৩০০জন পরীক্ষার্থী উপস্থিত ছিলো। জানা গেছে, ভূলতা স্কুল এন্ড কলেজের ৪জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়াও এবার এসএসসি পরীক্ষার ইংরেজী প্রথম পত্র পরীক্ষা কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে। সকাল সাড়ে ৯টার আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেছে। ভূলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড.মোঃ আঃ আউয়াল মোল্লা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে । কোথাও প্রশ্নপত্র ফাঁস কিংবা নকল হচ্ছে না। এখন পর্যন্ত কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি। আমরা আশাবাদী এবারের পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হবে।