আজ শনিবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

না’গঞ্জে শান্তিপূর্ণভাবে এইচএসসির প্রথম দিন সম্পন্ন

এইচএসসির

এইচএসসির

নিজস্ব প্রতিবেদক:
সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও ২০১৮ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্নভাবে শেষ হয়েছে। কোন প্রকার প্রশ্নপত্র ফাঁস ছাড়াই বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক।
সোমবার সকাল ১০টায় নারায়ণগঞ্জের মোট ২৩ টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এই পরীক্ষা। শেষ হয় দুপুর ১ টায়। এবার মোট পরীক্ষার্থী ২১ হাজার ৬ শ’ ৯৬ জন।
পরীক্ষা চলাকালীন সময়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া নারায়ণগঞ্জের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
প্রথম দিন এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র এবং ডিআইবিএস-এ বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
মাদ্রাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হচ্ছে আলিমে কুরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনায় সকালে বাংলা-২ (নতুন সিলেবাস) ও বাংলা-২ (পুরাতন সিলেবাস) এবং বিকেলে বাংলা-১ (সৃজনশীল নতুন সিলেবাস) ও বাংলা-১ (সৃজনশীল পুরাতন সিলেবাস) পরীক্ষা হবে।
এবার তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা ১৪ মে থেকে শুরু হয়ে ২৩ মে শেষ হবে।
নিয়মানুযায়ী পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হয়েছে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন/ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।
দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসি জনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব (শ্রুতি লেখক) সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছে। এ ধরনের পরীক্ষার্থীদের এবং শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে।
এ ছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক এবং ডাউন সিনড্রোম বা সেরিব্রালপালসি আক্রান্ত) পরীক্ষার্থীদের ৩০ মিনিট অতিরিক্ত সময় এবং পরীক্ষার কক্ষে তার অভিভাবক/শিক্ষক/সাহায্যকারী নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।