আজ সোমবার, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শহীদ বকুল স্মৃতি সংসদের উদ্যোগে কম্বল বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের সহযোগিতায় ও শহীদ বকুল স্মৃতি সংসদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) দুপুরে রূপসী এলাকায় শহীদ বকুল স্মৃতি সংসদ কার্যালয়ে ৩শতাধিক পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শহীদ বকুল স্মৃতি সংসদের সভাপতি ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদচর্চা পত্রিকার সম্পাদক ও শহীদ বকুল স্মৃতি সংসদের সহ-সভাপতি আব্দুল্লাহ খাঁন মুন্না, উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন, আলহাজ্ব রফিকুল ইসলাম পনির খাঁন, সাধারণ সম্পাদক আব্দুল হালিম ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম রিপন, কার্যকরী সদস্য শেরে আলম ভূইয়া, মাসুদ মিয়া, আজাহার হোসেনসহ অনেকে ।
এসময় বক্তারা বলেন, রূপগঞ্জে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে গাজী পরিবার। মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক মহোদয় ইতোমধ্যে রূপগঞ্জের প্রত্যেকটা ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করেছেন। সামাজিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।