আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শহীদ জননীর পা ছুঁয়ে সালাম করলেন মন্ত্রী গাজী

নবকুমার:

বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের এক মহাবীর গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি বঙ্গবন্ধুর ডাকে  রণাঙ্গণে  যুদ্ধ করেছেন। যুদ্ধে অসামান্য অবদানের জন্য সরকার তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করেছে । একাত্তরে সেই যুদ্ধের সময় তার মায়ের স্মৃতি আজো মনে পড়ে যায়। তাই তিনি শহীদ জননীকে কাছে পেয়ে সালাম করতে ভুল করেন নাই। সোমবার (১৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী শহীদ সামসুল আলমের মা হারিছা বেগমের পা ছুঁয়ে সালাম করেছেন। রূপগঞ্জ  উপজেলা পরিষদ এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ জননীদের সংবর্ধনা অনুষ্ঠানে গোলাম দস্তগীর গাজী তার পা ছুঁয়ে সালাম করেন। এসময়  অশ্রুসিক্ত কন্ঠে মন্ত্রী বলেন, “রক্ত দিয়ে কিনছি মাগো তোমার বুকের মাটি, সোনা নয় সে, রূপা নয় সে, তার চেয়ে মা খাঁটি”।

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, এসিল্যান্ড তরিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া সহ অনেকে। পরে গোলাম দস্তগীর গাজী ঐ শহীদ জননীকে আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেন।

সর্বশেষ সংবাদ