আজ শনিবার, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শহীদ কামারুজ্জামানের সমাধিতে মানুষের ঢল

জেল হত্যা দিবসে শহীদ জাতীয় চারনেতার অন্যতম এএইচএম কামারুজ্জামান হেনার রাজশাহীর কাদিরগঞ্জস্থ পারিবারিক কবরস্থানে রবিবার প্রথম প্রহরেই মানুষের ঢল নামে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধার ফুলে ভরে ওঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর এএইচএম কামারুজ্জামান হেনার সমাধিস্থল।

রাত ১২ টা ১ মিনিটে নগরীর কাদিরগঞ্জে শহীদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের নেতৃত্বে রাজশাহী জেলা আওয়ামী লীগের একাংশ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এরপর পর্যায়ক্রমে মহানগর ও জেলা যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ শহীদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে রবিবার ভোর থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ সর্বস্তরের সাধারণ মানুষ শহীদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আসেন। রবিবার সকালে শহীদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহানের নেতৃত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, ওমর ফারুক চৌধুরী এমপির নেতৃত্বে রাজশাহী জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরেক অংশের নেতৃবৃন্দ, কমিশনার হুমায়ুন কবীর খোন্দকারের নেতৃত্বে রাজশাহী বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসক হামিদুল হকের নেতৃত্বে তার প্রশাসন, কমিশনার হুমায়ন কবিরের নেতৃত্বে রাজশাহী মেট্টোপলিটন পুলিশ, চেয়ারম্যান মকবুল হোসেনের নেতৃত্বে রাজশাহী শিক্ষাবোর্ড প্রশাসন, উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম সেখ এর নেতৃত্বে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের সিবিএ নেতৃবৃন্দ।

এরপর রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও শহীদ কামারুজ্জামান হেনার ছেলে এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় শহীদ কামারুজ্জামান হেনার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এর আগে নগরীর কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় সংলগ্ন স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরপর মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, তাঁতি লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক বিশাল শোকর্যাগলি কুমারপাড়া থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ কামারুজ্জামানের সমাধি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে মরহুমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়াও শহীদের সমাধিতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যাংক ও বীমাসহ শিক্ষা প্রতিষ্ঠান, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ দুপুর পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করেন।