আজ বৃহস্পতিবার, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শহরে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে: মন্ত্রী গাজী

সংবাদচর্চা রিপোর্ট:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে নৌকা মার্কাকে বিজয়ী করার আহবান জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

শনিবার ১ অক্টোবর সকালে নগরীতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে বর্ধিত সভায় মন্ত্রী দলীয় নেতাকর্মীদের প্রতি এ আহবান জানান।

গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, নারায়ণগঞ্জের ৫টি আসন যদি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে না পারি তাহলে আগামীতে আমরা কিভাবে ক্ষমতায় যাবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা আবার কিভাবে প্রধানমন্ত্রী করবো। এই বিষয়টা আগে আমাদের চিন্তা করতে হবে। আমরা যতই সম্মেলন করিনা কেনো আমরা যদি আগামীতে ক্ষমতায় যেতে না পারি তাহলে আমাদের কি অবস্থা হবে সেটা আপনারা ভালো করেই জানেন। সেই জন্য ক্ষমতায় যাওয়ার জন্য আমরা তৃণমূলে কাজ করে যাচ্ছি। আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত। জেলাতে কর্মী সংগ্রহ করতে হবে। যে কর্মীরা বিএনপিকে ঠেকাতে পারবে। শহরে বিএনপি সবসময় সভা ,সমাবেশ, মিছিল বেশি করে। সেটা প্রচার হয়। আমাদের এলাকায় তাদের (বিএনপি) স্থান দেই নাই। আপনারা শহরে বিএনপিকে যদি ঠেকাতে না পারেন তাহলে আমাদের নারায়ণগঞ্জ আওয়ামী লীগের বদনাম হয়। আমাদের এলাকায় মাঠে আমাদের প্রচুর কর্মী আছে। আপনারা সম্মেলন করেন যাই করেন শহরে স্থানীয়ভাবে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের জেলা কমিটির নেতৃবৃন্দ যারা আছেন কর্মী সংগ্রহ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, নজরুল ইসলাম বাবু এমপি, সিটি মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, সাবেক এমপি কায়সার হাসনাত, হোসনে আরা বাবলী, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্জাহান ভুঁইয়া। এছাড়া ২৩ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন।