আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শহরের অনেক ইংলিশ মিডিয়াম স্কুল স্বৈরাচারী হয় : আইভী

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের অনেক ইংলিশ মিডিয়াম স্কুল ‘স্বৈরাচারী’ কর্মকা- করছে অভিযোগ তুলে এর কড়া সমালোচনা করেছেন সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তাঁর অভিযোগ, নিজ সন্তানকে একটি স্কুলের কোচিং পড়াতে গিয়ে এ তিক্ত অভিজ্ঞতা গ্রহণ করেছেন। এসব কারণ তিনি নারায়ণগঞ্জের ইংলিশ মিডিয়াম সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে এমন শিক্ষক নিয়োগের তাগিদ দিয়েছেন যারা নিয়মিত শিক্ষার্থীদের সঠিক পাঠদানে বিচ্যুতি হয় না।

বৃহস্পতিবার ২৬ অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে খেলাঘর আসরের উদ্যোগে শিশুস্বার্থ বিরোধী স্লোগান নিয়ে ‘না’ বিরোধী সমাবেশে অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আইভী বলেন, ‘আমার এক ছেলে ক্লাস নাইনে পড়ে। কিন্তু তাকে তার সেই ইংলিশ মিডিয়াম স্কুলে আইসিটি ক্লাসে সঠিকভাবে ক্লাশ করাচ্ছেন না শিক্ষক। এসব কারণে প্রতি শুক্রবার ঢাকা থেকে একজন শিক্ষক নারায়ণগঞ্জ আসেন যার কোচিং করে সে। অথচ শুক্রবার তার ছুটি থাকার কথা। কিন্তু আমার ছেলের জবাব, ‘স্যার যে শুক্রবার ঢাকা থেকে আসে এটাই বড় পাওনা।’

শহীদ মিনারে তখন শত শত ক্ষুদে শিক্ষার্থীর উপস্থিতি। তাদের উদ্দেশ্যে আইভী বলেন, ‘তোমরা ছোট তাই বলে অন্যায় সহ্য করবে না। তোমাদের বাবা মাও ভুল করতে পারে ভুল সিদ্ধান্ত নিতে পারে। তোমাদের উচিত এটাকে সাবলীলভাবে তাদের বোঝানো যে তোমাদের কাজটি ভুল হচ্ছে অন্যায় হচ্ছে। সব অন্যায় মুখ বুঝে সহ্য করতে নাই।’

‘শিশুদের সৎ সাহসী হয়ে বেড়ে উঠার’ আহবান রেখে আইভী বলেন, ‘শত প্রতিকূলতার মধ্যে যারা পজেটিভ কাজ করে যাচ্ছে তাদেরকেই সাহসী বলা হয়। তোমাদেরও এমন সাহসী হতে হবে। পজেটিভ চিন্তাভাবনা রাখতে হবে। আমাদের এসব শিশুস্বার্থ বিরোধী কাজে না বলতে হবে। প্রতিবাদী হতে হবে। অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকতে হবে।’

২০১৩ সালের ৮মার্চে নিখোঁজের পর উদ্ধার হওয়া মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকা- প্রসঙ্গে টেনে এর বিচার দাবীতে আন্দোলনে সোচ্চার আইভী বলেন, ‘ত্বকীর পরে অনেক হত্যার বিচার হয়েছে। দ্রুত অনেক হত্যাকা-ের রায়ও হয়েছে। ত্বকী হত্যার পরেও নারায়ণগঞ্জে বেশ কিছু হত্যাকান্ড হয়েছে। তবে ত্বকীর বিচার হলে খুনীদের গ্রেপ্তার করা হলে এসব হত্যাকান্ড কম হতো।’

আইভী সাম্প্রতিক একটি ইস্যু টেনে বলেন, সম্প্রতি এক কিশোরী নিজের বাল্য বিয়ে ঠেকিয়ে ওই গ্রামের আরো বেশ কয়েকটি বাল্য বিয়ে ঠেকিয়ে দেয়। আমাদের এ ধরনের প্রতিবাদী হতে হবে। ওই উদহারণ আমাদের মধ্যেও টেনে আনতে হবে।

জেলা খেলাঘরের সভাপতি রথীন চক্রবর্তীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন খেলাঘরের কেন্দ্রীয় চেয়ারপারসন প্রফেসর মাহফুজা, কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার লায়লা হাসান, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি, কেন্দ্রীয় কমিটির সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।

খেলাঘর আসর নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ব্যতিক্রম এ কর্মসূচীর আয়োজন করা হয়েছিল। জেলা খেলাঘরের সভাপতি রথীন চক্রবর্তীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন খেলাঘরের কেন্দ্রীয় চেয়ারপারসন প্রফেসর মাহফুজা, পরে এসব শিশুদের পেছনে উপরোক্ত অতিথিদের পাশাপাশি ছিলেন নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের (আর্ট কলেজ) অধ্যক্ষ সামসুল আলম আজাদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলার সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি রোকনউদ্দিন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বী, কেন্দ্রীয় সদস্য লায়লা হাসান, বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি লক্ষ্মী চক্রবর্তী প্রমুখ।