আজ সোমবার, ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শপথ নিলেন বিএনপির আরো ৪ এমপি

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে  দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিয়েছেন বিএনপির আরো চার এমপি। সোমবার (২৯ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে বিএনপির এই চার প্রার্থী সংসদে স্পিকারের কার্যালয়ে পৌঁছান। চার প্রার্থীর মধ্যে মো. আমিনুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে, হারুনুর রশিদ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে, উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া-২ ও মোশারফ হোসেন বগুড়া-৪ আসন থেকে বিজয়ী হয়েছিলেন একাদশ নির্বাচনে।

স্পিকারের কার্যালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, এরই মধ্যে বিএনপির নির্বাচিত চার প্রার্থীর শপথ গ্রহণের প্রক্রিয়া শেষ  হয়েছে।