নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে মাদক ব্যবসায়ী বা নেশাগ্রস্তদের বাড়িতে ভাড়াও দেবেন না। এখন সবচেয়ে বড় সমস্যা কিশোর গ্যাং ও মাদক। শতভাগ চেষ্টা করবো তা নির্মূলে। কিন্তু এজন্য প্রতিটি এলাকায়, পাড়া-মহল্লায় কমিটি কিশোর গ্যাং ও মাদকবিরোধী কমিটি গঠন করে কাজ শুরু করব। আপনাদের এতে ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, ভুলত্রুটি থাকলে খোলামেলা আলোচনা করে আমাদের জানাবেন। আমরা স্বচ্ছতা নিয়ে শুদ্ধতার সাথে কাজ করতে চাই। মাদক ও কিশোর গ্যাং সমাজে ভাইরাসের মতো ছড়িয়ে যেন না পড়তে পারে। এগুলো সমূলে উৎপাটন করতে সমাজের স্তরে স্তরে প্রতিরোধে সংগঠিত হতে হবে। এজন্য পুলিশ আপনাদের পাশে ছিল, রয়েছে ও থাকবে।
নারায়ণগঞ্জ শহরের চাঁনমারী ‘মাদকের’ বস্তি উচ্ছেদ পরবর্তী বিভিন্ন সংগঠন বুধবার বিকেলে নারায়ণগঞ্জ পুলিশকে ফুলেল শুভেচ্ছ ও অভিনন্দন জানায়। এসময় জেলা পুলিশ সুপার জায়েদুল আলম সকলের উদ্দেশ্যে তার বক্তব্যে এসব কথা বলেন।