আজ রবিবার, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে লোহার রড দিয়ে যুবককে পিটিয়ে আহত

লোহার রড

লোহার রড
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন রাশেদ আহম্মেদ নামে এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে উপজেলার স্বর্ণখালী এলাকায় এ ঘটনা ঘটে।
রাশেদ আহম্মেদ জানান, তার সঙ্গে একই এলাকার সূজন মোল্লার বিভিন্ন বিষয়য়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ সূজন মোল্লা বেশ কিছু ধরে রাশেদ আহম্মেদকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করে আসছিল। দুপুরে স্বর্নখালী বাজারে দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ সূজন মোল্লাসহ অজ্ঞাত ৩/৪ জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে রাশেদ আহম্মেদের পথরোধ করে। পথরোধের কারণ জিজ্ঞাসা করলে প্রতিপক্ষের লোকজন রাশেদ আহম্মেদকে এলোপাথারিভাবে পেটাতে থাকে। এক পর্যায়ে প্রতিপক্ষ সূজন মোল্লা লোহার রড দিয়ে রাশেদ আহম্মেদকে পিটিয়ে আহত করেন। রাশেদ আহম্মেদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। তবে, অভিযুক্ত সুজন মোল্লা তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিররুজ্জামান মনির বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।