আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘লোভীরা কখনো নেতা হতে পারে না’

টি.আই. আরিফ :
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন ,মানুষ মরে গেলে বেচে থাকে তার স্মৃতি। আমরা সবাই ভালো কাজ করবো। বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন দেশ উপহার দিয়েছেন। তিনি আমাদের হৃদয়ে আছেন। হাছিনা গাজী তারাব পৌরসভায় বহু উন্নয়ন করেছেন। মরে গেলে তার স্মৃতি থাকবে।
গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে তারাব পৌরসভা কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন ,কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক আরও বলেন, লোভীরা কখনো নেতা হতে পারে না। নেতা হতে হলে লাগবে আদর্শ। আমরা বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার সৈনিক। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে রূপগঞ্জে কোন ভূমিদস্যুকে ছাড় দেওয়া হবে না।
আমি ভূমিদস্যুদের বিরুদ্ধে আছি। আমার কোন জমির ব্যবসা নাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী। পরে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।