আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে নিখোঁজের ১৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

লাশ

আড়াইহাজারে নিখোঁজের ১৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
লাশ

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার সংবাদদাতা:-
আড়াইহাজারে নিখোঁজের ১৩ দিন পর সুরাইয়া (৮) নামের একটি শিশুর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার গোপালদী পৌর সভার ইসলামপুর গ্রামের একটি পরিত্যাক্ত ঘর থেকে এই লাশটি উদ্ধার করা হয়। নিহত শিশু ওই গ্রমের অহিদ মিয়ার মেয়ে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ১৩ দিন আগে শিশুটি তার বাড়ী থেকে নিখোঁজ হয়। অনেক খুঁেজও কোন সন্ধান পাওয়া যায়নি। তার বাবা ঢাকাতে রিকশা চালাত এবং মা অন্যের বাড়ীতে কাজ করতো । শুক্রবার সকালে এলাকার কুদ্দুছ মিয়ার একটি পরিত্যাক্ত ঘরে পচাঁ গন্ধ পয়ে লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘরের আঁড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। শিশুটির মুখেসহ দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিন্হ রয়েছে। তবে দেহের বিভিন্ন স্থানে পচেঁ গলে গেছে। ওসি তদন্ত আরো জানান, ধারণ করা হচ্ছে শিশুটিকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে কি কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে তা নিয়ে তদন্ত চলছে।