ফতুল্লা প্রতিনিধি
ফতুল্লা লালপুর পৌষা পুকুর পাড় এলাকার সড়ক ডাইংয়ের পানিতে ডুবে গেছে। এতে শুকনো মৌসুমেও ক্যামিকেল ও বর্জ্য মিশ্রিত পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে মানুষকে। স্থানীয়রা জানান, এ এলাকায় কয়েকটি ডাইং পরিবেশের বারোটা বাজালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয় না।
ফতুল্লা লালপুর পৌষা পুকুর পাড়, এলাকায় পানি নিষ্কাশনের জন্য নিয়মিত পাম্প চালানো হয়। গত ২৭ দিন যাবত দইটি পাম্প বন্ধ থাকায় পানি নিষ্কাশন বন্ধ রয়েছে। এখানে পানি নিশঙ্কাসনের জন্য তিনটি পাম্প রয়েছে , দু টি বিশ ঘোড়া ও একটি পঞ্চাশ ঘোড়া। তন্মধ্যে দুটি অকোজো একটি পাম্প সচল থাকা সত্ত্বেও বিদ্যুৎ সংযোগ না থাকায়, পানি নিশঙ্কাসন সম্ভব হচ্ছে না । ফলে ফতুল্লা লালপুর পৌষা পুকুর, এবং ডি এন ডি বাসী পানি বন্দী হয়ে পরেছে।
স্থানীয়রা জানান, মদিনা ডাইং, বলাকা ডাইং, শাহ ফতুল্লা টেক্সটাইল মিল, প্রধান টাওয়ারের একটি ডাইং , রনি ডাইং, লিয়াকত হাজির ডাইং, আজাদ ডাইংসহ আরও কয়েক ডাইং শোধন না করেই ক্যামিকেল মিশ্রিত পানি ছেড়ে দেয়। এ বর্জ্য মিশ্রিত পানিতে সড়ক ডুবে থাকায় তা মাড়িয়েই পথ চলতে হয় মানুষজনকে। এতে করে নানা রোগে আক্রান্ত হচ্ছে।