আজ শুক্রবার, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

লটারিতে মুজিবুরের জয়

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে এক নম্বর ওয়ার্ডে লটারির মাধ্যমে সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান। গত ১৮ অক্টোবর দুপুর ১২টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দুই প্রার্থীর উপস্থিতিতে লটারির কার্যক্রম সম্পন্ন হয়।

এর আগে সোমবার নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন ভোট গণনা শেষে ১ নং ওয়ার্ডে দুই প্রতিদ্বন্দ্বি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান সমান ভোট পান। তারা উভয়েই ১৫ ভোট পাওয়ায় নিয়ম অনুযায়ী লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করার সিদ্ধান্ত নেয় জেলা নির্বাচন কমিশন।

মঙ্গলবার জেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমানের উপস্থিতিতে দুই প্রার্থী তাদের নাম ও প্রতীক পৃথক দু’টি কাগজে লিখে ভাঁজ করে ব্যালট বাক্সে জমা করেন। এক শিশু শিক্ষার্থী দিয়ে লটারির কাগজ তোলা হয়। কাগজের ভাঁজ খুলে মজিবুর রহমানের নাম পাওয়া যায়। নির্বাচিত সদস্যকে তখন অভিনন্দন জানান পরাজিত প্রার্থী জাহাঙ্গীর আলম।

রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল হাফিজ সাংবাদিকদের জানান, বিধি মোতাবেক দুই প্রার্থীর উপস্থিত লটারি করা হয়। লটারিতে ঘুড়ি প্রতীকের প্রার্থী মজিবুর রহমান নির্বাচিত হন। তাকে আনুষ্ঠানিকভাবে এক নম্বর ওয়ার্ডের সদস্য ঘোষণা করা হয়।