আজ রবিবার, ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

র‌্যাবের অভিযানে বেকারীকে ৯ লাখ টাকা জরিমানা

সংবাদ বিজ্ঞপ্তি: রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় ভেজাল পণ্য বিক্রয়, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য তৈরী ও বিক্রি করায় ২টি বেকারীকে ৯০০,০০০/-(নয় লক্ষ ) টাকা জরিমানা করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমান আদালত। গত ১২ আগস্ট বিকালে র‌্যাব-২ এর উদ্যোগে হাজারীবাগ থানা এলাকার ৫৩ সনাতন ঘর জিগাতলা রানা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তর এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট পলাশ কুমার বসু। রানা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীতে ভেজাল পণ্য বিক্রয়,খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বিভিন্ন খাদ্য দ্রব্য তৈরী, মজুদ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে প্রদান করে। এবং উক্ত স্থানে মডার্ন বিস্কুট ফ্যাক্টরিকে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে প্রধান করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) র‌্যাব -২ এর অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।