লাবন্যে ঘেরা এক নির্লোভ রাত্রি
জেগে আছে এক নির্ঘুম যাত্রী,,
ফেনায় দুলছে স্বপ্ননৌকা
সূদর আচ্ছন্নতায় ডোবা।
চারিদিকে শীতল নিঃশ্বাস
পরিবেশ,প্রকৃতি,গুচ্ছ আকাশ মায়াবী আলোয় আকাঁ…
ঝড়াপাতার মতো সময়
ভোরের কুয়াশায় হিম বিষন্নতা,
স্বপ্নময় আকাশ পূর্ব থেকে পশ্চিম
সন্ধ্যায় সূর্য গোধূলিতে মেশায় পৃথিবীর বাঁধা নিয়মে..
আমি ও চলেছি সঙ্গে তাদের
নিরব আকাশবাজীর মতো
সন্ধ্যা তাঁরা হয়ে…
সাদা রূমালের মতো চাঁদ
দিয়েছে ঢেকে মেঘ
নিজেকে সাঁজাতে প্রকৃতির মৌন কাফেলা…
যাদুর কার্পেট বিছিয়ে
হাওয়ার আলোয় আকাশ
মেঘের মানচিত্র দেখে
আর আমি হাওয়ায় ভেসে দোল খাই দোলনায়….
চারিদিকে অজস্র আলো
কে যেন এসে খুঁজে নেয়
মনের মানচিত্র…
শিল্পচিত্রে আমি খুঁজে চলেছি
সেই ঝরের পরে
নবীন তান্ডবের মুখ….
তার কন্ঠ যেন অমৃত
বাদল দিনের বার্তা বাহক
তার দেওয়া সেই গোলাপের
মোহ মায়ার মিষ্টি সুঘ্রাণ
বৃষ্টির ফোঁটায় ফোঁটায় ও
মনে পড়ে যায়
চেনায় তাকে নতুন রূপে
এই আমি সেই ধূসর সীমান্ত
আমি বৃষ্টি তাই রৌদ্রাহত..
সে রৌদ্র তাই আলোকিত…
লেখক: নাহার রহমান নুপুর , ছাত্রী নরসিংদী সরকারি মহিলা কলেজ।