আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রোহিতের পর ধাওয়ানকেও ফেরালেন শফিউল

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে শুরুতেই উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। এদিন, প্রথম ওভার করতে এসে তৃতীয় বলেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার (০২)স্টাম্প উপড়ে ফেলেন পেসার শফিউল ইসলাম। এরপর ব্যক্তিগত তৃতীয় ওভারে বল করতে এসে ভয়ংকর হয়ে উঠা শিখর ধাওয়ানকে (১৯) ফিরিয়ে দেন তিনি।

এই প্রতিবেদন লেখা পযর্ন্ত ৬ ওভার শেষে ২ উইকেটে ৪২ রান করেছে ভারত। ব্যাটিংয়ে আছেন লোকেশ রাহুল (১৮) ও শ্রেয়াস আয়ার (০১)।

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। রবিবার নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হয়।

সর্বশেষ সংবাদ