আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রোহিঙ্গা শিবিরে ত্রাণ বিতরণ জুলুমবাজ সরকারের পতন অবশ্যই : তৈমূর

নিজেস্ব প্রতিবেদক: শুক্রবার ৩ নভেম্বর সকালে ৮টায় প্রায় শতাধিক নেতাকর্মী ও বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী নিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার রোহিঙ্গা শিরিরে উপস্থিত হন।

তখন সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ত্রাণ বিতরণে আপত্তি জানিয়ে বলেন, শুক্রবার রোহিঙ্গা শিবিরে ত্রাণ বিতরণ বন্ধ রাখা হচ্ছে বিধায় ত্রাণ বিতরণ না করে ত্রাণ সামগ্রী সহ তৈমূর আলম খন্দকার কক্সবাজারে অবস্থান করছেন। কক্সবাজার জেলায় নেতাকর্মীগন চেয়ারপার্সনের উপদেষ্টা কক্সবাজারে আগমন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীরা তাঁর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং দলীয় কর্মকান্ড নিয়ে মত বিনিময় করেন।

মত বিনিময় কালে তৈমূর বলেন, নেত্রী বেগম খালেদা জিয়া রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ করে যে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন তার প্রতি সম্মান দেখিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অনির্বাচিত সরকারের ব্যর্থতার কারণে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে এ জুলুমবাজ সরকারের পতন অবশ্যই হবে। জিয়া পরিবারকে ছাড়া সরকার পরবর্তী সাধারণ নির্বাচন করতে চায় বিধায় সরকার বিভিন্ন অপকৌশলের আশ্রয় গ্রহণ করছে যা কোনদিনই মেনে নিবে না।

পরবর্তীতে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ছৈয়দ আলমের নেতৃত্বে কক্সবাজার আইনজীবী নেতারা সৌজন্য সাক্ষাৎ করেন।