![](https://i0.wp.com/sangbadchorcha.com/wp-content/uploads/2017/11/IMG20171104131717.jpg?resize=546%2C410&ssl=1)
স্বাক্ষাতকারে এ্যাড. তৈমূর আলম খন্দকার বলেন – আমি রোহিঙ্গাদের ব্যাক্তিগত ভাবে আলপ করে জানতে পারি যে- ত্রানের পরিবর্তে তারা মায়ানমারের ফিরে নিরাপত্তার সহিত বসবাস করার জন্য নিরাপত্তা চায়। নিজ দেশে তাদের সম্পত্তি, দোকান, গার্মেন্টস ও ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে। তৈমূর বলেন যে ১৯৭১ ইং সালে আমরাও পাকিস্তানীদের বর্বরতার কারনে ভারতে শরনার্থী হয়েছিলাম। সে দিন ভারত যদি সাহায্য না করত হয়তো ৯ মাসে স্বাধীনতা আদায় হতো না। রোহিঙ্গাদের আলাদা ভূ-খন্ড ও সরকার ছাড়া তারা স্থায়ী নিরাপত্তা পাবে না স্থায়ী মায়ানমারের জন্য রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র সরকার ও ভূ-খন্ডের প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য আমি বিশ্ব নেতৃত্বের প্রতি আহবান জানাই।
ত্রান বিতরনের সময় আরও উপস্থিত ছিলেন শামসুর রহমান খাঁন বেনু (সভাপতি, নারায়নগঞ্জ জেলা ওলামা দল), আজহারুল ইসলাম হিরন (সাধারণ সম্পাদক, বন্দর থানা বিএনপি), আঃ হালিম (যুগ্ম আহবায়ক, নারায়নগঞ্জ জেলা সেচ্ছাসেবক দল), আফজাল হোসেন আজাদ (সেচ্ছাসেবক দল, রূপগঞ্জ থানা), মোঃ ইদ্রিস আলী (সভাপতি, রূপগঞ্জ থানা শ্রমিক দল), মোঃ আলমগীর হোসেন (সাধারণ সম্পাদক, রূপগঞ্জ থানা শ্রমিক দল), খন্দকার তুহিন পারভেজ, সজীব মোল্লা ( সহ-সাধারন সম্পাদক, ঢাকা কলেজ ছাত্রদল), কাজল গাজী, শরীফ, রুহুল আমিন তালুকদারসহ আরো অনেকে।