আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রোহিঙ্গা ইস্যুতে সোচ্চার হলেন জেলা বিএনপি ।

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা হত্যাকান্ড বন্ধের দাবীতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে জেলা বিএনপি। শুক্রবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়।

জেলা বিএনপি’র সভাপতি কাজী মনিরের সভাপতিত্বে এ সময় এ প্রতিবাদ সভা ও মানববন্ধনে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারন সম্পাদক মামুন মাহমুদ, সহ সভাপতি রবি, জেলা মহিলা দলের সভাপতি নুরুন্নাহার, সাধারণ সম্পাদক রহিমা খাতুন, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড.আবুল কালাম আজাদ বিশ্বাস, নারায়ণগঞ্জ থানার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন, আবু জাফর, আব্দুল হাই রাজ, আশরাফুল হক রিপনসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

বিএনপির নারায়ণগঞ্জ জেলা সভাপতি কাজী মনির তার বক্তব্যে বলেন, আজকে আমরা এখানে দাড়িয়েছি আমাদের বিবেকের তাড়নায়। বর্তমান সরকারের উচিত রোহিঙ্গাদের এই করুন পরিস্থিততে যথাযথভাবে তাদের পাশে দাড়ানো।