আজ সোমবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

রোনালদিনহোর ঢাকা সফর

নিজস্ব প্রতিবেদক:

ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদিনহো ঢাকায় এসেছেন। বুধবার বিকেল তিনটার দিকে কলকাতা থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে আনুষ্ঠানিকতা শেষে একটি পাঁচতারকা হোটেলে উঠেছেন।

কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত রোনালদিনহোকে বাংলাদেশে আনার ব্যবস্থা করেছেন। বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার কথা রয়েছে সেলেসাও তারকার।

বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং সাবিনা খাতুনের সঙ্গে দেখা করবেন রোনালদিনহো। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।

স্পন্সরেড আর্টিকেলঃ