আজ মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘রেডজোন’ রূপগঞ্জ ইউনিয়ন ‘লকডাউন’

নিজস্ব প্রতিবেদক
গতকাল রাত ১২টা থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নকে লকডাউনের আওতায় নিয়ে আসা হয়েছে। এর আগে করোনা ভাইরাসে আক্রান্তের আধিক্য বিবেচনায় রূপগঞ্জ ইউনিয়ন রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছিলো। ঘোষণাকৃত এই লকডাউন চলবে আগামী ১ জুলাই পর্যন্ত।

বৃহস্পতিবার বিকেলে সংবাদচর্চাকে এই তথ্য নিশ্চিত করেন। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। তিনি বলেন, করোনা ভাইরাসে আক্রান্তের আধিক্য বিবেচনায় বৃহস্পতিবার রাত ১২ টা থেকে রূপগঞ্জ ইউনিয়ন লকডাউনের আওতায় নিয়ে আসা হচ্ছে। পুরো ইউনিয়নে মানুষের চলাচল নিয়ন্ত্রন করা হবে তবে জরুরী সেবা চালু থাকবে।

এছাড়া ইউনিয়নের ভেতরে অবস্থিত রূপগঞ্জ থানা, সাব রেজিস্টার অফিস, হাসপাতালে যাতায়াত জরুরী পরিসেবার অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে।
তিনি আরও বলেন, লকডাউন চলাকালীন সময়ে ভাম্যমান বাজার পরিচালনা করা হবে। এলাকার অভ্যন্তরে যোগাযোগ সীমিত থাকলেও বিভিন্ন জেলার সাথে কানেক্টিং সড়কে যাতায়াত থাকবে স্বাভাবিক। এছাড়া মানুষের চলাচল নিয়ন্ত্রনে সার্বক্ষনিক পুলিশি প্রহরা নিয়োজিত থাকব।