আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপসী দাখিল মাদ্রাসায় দাখিল শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের (২০২২) বিদায় উপলক্ষে সংবর্ধনা , মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১১ জুন) সকালে রূপসী দাখিল মাদ্রাসায় বিদায়ী শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও দৈনিক সংবাদচর্চা পত্রিকার সম্পাদক মোঃ মুন্না খাঁনের সভাপতিত্বে ও শিক্ষক মুফতি ওবায়দুল হকের সঞ্চালনায় সভায় এসময় মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার জহিরুল ইসলাম, শিক্ষক নুরুল ইসলাম, আব্দুল কাদির ,বিল্লাল হোসেন, এলিজা আক্তার, অভিভাবক জাকির হোসেনসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ মুন্না খাঁন বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন। এর আগে মুন্না খাঁন শিক্ষার্থীদের উদ্দেশে উপদেশমূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া দাখিল পরীক্ষার্থীর জন্য দোয়া করে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ সংবাদ