আজ বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপসীতে যুবলীগের বিক্ষোভ মিছিল

সংবাদচর্চা রিপোর্ট :

বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার লক্ষ্যে তারাব পৌরসভার রূপসী বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ,যুবলীগ নেতাকর্মীরা। শনিবার (৩ ডিসেম্বর) সকালে এই কর্মসূচি পালন করে নেতাকর্মীরা। এসময় রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে বিক্ষোভ মিছিলটি ঢাকা -সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে রূপসী শহীদ বকুল স্মৃতি সংসদের সমানে এসে শেষ হয়।
এসময় বক্তারা বলেন, বিএনপিকে নৈরাজ্য করতে দেওয়া হবে না। আমরা সতর্ক অবস্থানে আছি। রূপগঞ্জের প্রত্যেকটা এলাকায় আমাদের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছে।