আজ বৃহস্পতিবার, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপসীতে ছালিমাটিতে দগ্ধ ২

রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় রাস্তার পাশে গরম ছালিমাটিতে পড়ে দুই স্কুল ছাত্র দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে। গুরুত্বর আহতরা হলেন বাবুল মোল্লার ছেলে আশরাফুল (১৫), মিনিস্টারের ছেলে নাজিম (১২) । আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ছালিমাটি ব্যবসার সাথে জড়িত রয়েছে নোয়াপাড়া এলাকার শাহজাহান। তারা  রূপসী-মুড়াপাড়া সড়ক দখল করে রাস্তার দুই পাশে গরম ছালিমাটি ফেলে রাখে। তাদের উদাসিনতার কারণে এ দুঘর্টনা ঘটেছে। এর আগে গত ৩ ফেব্রুয়ারি  আফতাফ ফিড মিলের কর্মরত শ্রী প্রদিপ বাসায় ফেরার পথে গরম ছালিমাটিতে পড়ে তার ডানপা দগ্ধ হয়। রূপসী কাজীপাড়া রূপচাঁদা মেল থেকে এ গরম ছালিমাটি বের হয়। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম সংবাদচর্চাকে জানান, যারা দগ্ধ হয়েছে তাদের চিকিৎসার জন্য আমরা সাহায্য করব। যারা ব্যবসার সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কাল ( শুক্রবার) ঘটনাস্থলে আমি যাব। পরিবেশ অধিদপ্তর তাদেরকে ছাড়পত্র দেয় নাই।

ওসি মাহমুদুল হাসান জানান, কোনো অভিযোগ এখন পর্যন্ত পাই নাই। পেলে ব্যবস্থা নেব।

শাহজাহানের সাথে যোগাযোগ করা হলে তিনি সংবাদচর্চাকে জানান, আমি এ ব্যবসার সাথে জড়িত না । ছালিমাটির ব্যবসা করে সাজ্জাত আর জাফর। ওরা রূপচাঁদা মেল থেকে ছালিমাটি বের করে রাস্তার পাশে রেখে বিভিন্ন ইট খোলায় বিক্রি করে দেয়।

জানা গেছে, আহত দুইজন হাজী মো: আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয় ও জিনিয়াস একাডেমির ছাত্র।