আজ বৃহস্পতিবার, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপসীতে ছালিমাটি আতঙ্ক, দগ্ধ ৪

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জে এবার গরম ছালিমাটিতে পড়ে দগ্ধ হয়েছে গোলাকান্দাল ইউনিয়ন ছাত্রলীগ নেতা আরিফ । শুক্রবার দুপুরে রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত ছাত্রলীগ নেতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গতকাল গরম ছালিমাটিতে পড়ে দুই স্কুল ছাত্র বাবুল মোল্লার ছেলে আশরাফুল (১৫), মিনিস্টারের ছেলে নাজিম (১২) দগ্ধ হয়েছে । তারা ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছে। গত ৩ ফেব্রুয়ারি  আফতাফ ফিড মিলের কর্মরত শ্রী প্রদিপ বাসায় ফেরার পথে গরম ছালিমাটিতে পড়ে তার ডানপা দগ্ধ হয়েছে । তারাব পৌরসভা জুড়ে এখন ছালিমাটি আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, ছালিমাটি ব্যবসার সাথে জড়িত রয়েছে নোয়াপাড়া এলাকার শাহজাহান। তারা রূপসী-মুড়াপাড়া সড়ক দখল করে রাস্তার দুই পাশে গরম ছালিমাটি ফেলে রাখে। তাদের উদাসিনতার কারণে এ দুঘর্টনা ঘটছে।  রূপসী কাজীপাড়া রূপচাঁদা মেল থেকে এ গরম ছালিমাটি বের হয়। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই তারা লোকালয়ে ভয়ঙ্কর এ মাটির ব্যবসা করছে।

গতকাল  এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম সংবাদচর্চাকে জানান, যারা দগ্ধ হয়েছে তাদের চিকিৎসার জন্য আমরা সাহায্য করব। যারা ব্যবসার সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। পরিবেশ অধিদপ্তর তাদেরকে ছাড়পত্র দেয় নাই।

ওসি মাহমুদুল হাসান জানান,  অভিযোগ  পেলে ব্যবস্থা নেব।

শাহজাহানের সাথে যোগাযোগ করা হলে তিনি সংবাদচর্চাকে জানান, আমি এ ব্যবসার সাথে জড়িত না । ছালিমাটির ব্যবসা করে সাজ্জাত আর জাফর। ওরা রূপচাঁদা মেল থেকে ছালিমাটি বের করে রাস্তার পাশে রেখে বিভিন্ন ইট খোলায় বিক্রি করে দেয়।