আজ মঙ্গলবার, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপসীতে ঈদের নামাজ পড়লেন বাপ্পী গাজী

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় ক‌রে‌ছেন, গাজী টেলিভিশন লিমিটেডের (জিটিভি) চেয়ারম্যান ও গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম আশরিয়া।

র‌বিবার (১০ জুলাই) সকালে উপজেলার রূপসী এলাকায় রূপসী মীরবা‌ড়ি জা‌মে মস‌জি‌দে তি‌নি এ নামাজ আদায় ক‌রেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া মুনাজাত করা হয়। এছাড়া করোনা মহামারি থেকে মুক্তি চেয়ে দোয়া করা হয়।

প‌রে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল এবং ঈদের শুভেচ্ছা বিনিময় ক‌রেন, গাজী টেলিভিশন লিমিটেডের (জিটিভি) চেয়ারম্যান ও গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম আশরিয়া।

এ সময় রূপগঞ্জ প্রেসক্লা‌বের সভাপ‌তি লায়ন মীর আব্দুল আলীম, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ ফি‌রোজ ভুঁইয়াসহ অ‌নে‌কে উপ‌স্থিত ছি‌লেন।

সর্বশেষ সংবাদ