আজ রবিবার, ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপসীতে অগ্নিকাণ্ড

সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জের রূপসী কলাবাগানে একটি তুলার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে গুদামটির ভেতরে থাকা কয়েকটি মেশিন ও মজুদকৃত তুলা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ডেমরা স্টেশনের দুইটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। রোববার (৭ মে) রাত সাড়ে দশটায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে দশটার দিকে হঠাৎ করে তুলার গুদামে আগুন লাগে। মূহুর্তের মধ্যে পুরো গুদামে আগুন ছড়িয়ে পড়ে এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় আশপাশের বাসিন্দারা আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তারা পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডেমরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ওসমান গনি জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

আগুনের এ ঘটনায় কেউ হতাহত না হলেও আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায় নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।