নবকুমার:
রূপগঞ্জে সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) উপজেলার পূর্বাচল বাঙ্গাল বাড়িতে এই সম্মেলন অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি বলেন, বাংলা সাহিত্য রসে ভরপুর। এতে বাঙালির হাসি-কান্না ,শোষণ-বঞ্চনার দিকটি ফুটে উঠেছে ।
মন্ত্রী আরো বলেন, বর্তমান মানুষের সাহিত্য চর্চার হার কমে গেছে। এটাকে বাড়াতে হবে। উন্নত মানের লেখক তৈরী করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, ভারতের মানবিকতার কবি কামনা দেব, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভুঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল আউয়াল মোল্লা, আইনজীবি আজহার উদ্দিন, সলিম উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম, বাংলাদেশ লেখক সমিতির সভাপতি কবি রুহুল আমিন বাচ্চু, কবি মহিউদ্দিন আকবর, ভারতীয় কবি পার্থদ্বীপ সমাজদার ও প্রবীর কুমার আচার্য্য, দৈনিক যুগান্তরের সিনিয়র সাব এডিটর এমদাদ হোসেন ভুঁইয়াসহ অনেকে।