আজ বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জ থেকে লড়ছেন ২ জন, জেলা পরিষদ নির্বাচন

সংবাদচর্চা রিপোর্ট:

আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে রূপগঞ্জ থেকে দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন রূপগঞ্জ ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগ নেতা আনছর আলী, সংরক্ষিত ( রূপগঞ্জ,আড়াইহাজার,সোনারগাঁ) ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী সাবেক জেলা পরিষদের সদস্য শ্রীমতি সীমা রানী পাল (শীলা পাল)।

বৃহস্পতিবার ( ১৫ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা। এসময় কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, ইউপি সদস্য রেহেনা আক্তার, রূপগঞ্জ উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়াসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সুত্রের খবর সাধারণ সদস্য পদে আনছর আলী বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি।

উল্লেখ্য ইভিএম পদ্ধতিতে নারায়ণগঞ্জসহ দেশের ৬১টি জেলা পরিষদের ভোট গ্রহণ আগামী ১৭ অক্টোবর । ভোট গ্রহণ সকাল ৯ টা হতে বেলা ২ টা পর্যন্ত চলবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।