আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জ গ্র্যাজুয়েট এ্যাসোসিয়েশনের (আর জি এ) উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

তুহিন মোল্লা, রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার হাজী এখলাছ উদ্দিন ভূইয়া স্কুল এন্ড কলেজে গ্রাজুয়েট এ্যাসোসিয়েশনের (আর জি এ) উদ্যোগে কর্মসংস্থান বিষয়ক সেমিনার  গত (৩ নভেম্ব) শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। গ্রাজুয়েট এ্যাসোসিয়েশনের (আর জি এ) প্রতিষ্ঠাতা, আহব্বায়ক মোঃ ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, তারাব পৌর মেয়র হাছিনা গাজী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মারুফ-শারমিন স্মৃতি সংস্থার প্রতিষ্ঠাতা আলহাজ্ব লায়ন মোজ্জাম্মেল হক ভূইয়া।

এ সময় হাছিনা গাজী বলেন, বেকার সমস্যা আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা। বর্তমান সরকার বেকার সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। অন্যথায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, নারী নির্যাতন, এসিড নিক্ষেপ, অসামাজিক কর্মকালাপের বৃদ্ধি পাবে। তাই অবিলম্বে শিক্ষিত বেকারদের কর্মসংস্থান দিয়ে দেশের উৎপাদন বৃদ্ধি সহ জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তোমরা গ্র্যাজুয়েটরা নিজেদের আস্থা হারাবে না, জঙ্গি, মাদক, ইভটিজিং হতে বিরত থাকবে। আমি আমার ক্ষমতা অনুযায়ী তোমাদের যোগ্যতা অনুসারে চাকরী দেবার ব্যবস্থা করব।

বিশেষ আলোচকের বক্তৃতায় আলহাজ্ব লায়ন মোজ্জাম্মেল হক ভূঁইয়া বলেন, বর্তমান যুগে চাকরির প্রতিযোগীতা অনেক বেশি। তোমরা ভালো ভাবে পড়াশুনা করলে অবশ্যই চাকরী পাবে। তোমরা কোন কাজকে ছোট মনে করবে না। মাদক হতে বিরত থাকবে। চাকরী একদিন পাবেই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল, যুব মহিলালীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, তারাব পৌরসভার ৭ং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জ্যোৎস্না বেগম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ গ্র্যাজুয়েট এ্যাসোসিয়েশনের (আর জি এ) প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ ইউসুফ চৌধুরী, আইয়ুব খাঁন, আসিফ ইকবাল,ইউনুছ মিয়া, নুর আলম, নিয়াজ আহমেদ, আব্দুল্লাহ আল মারুফ প্রমুখ।