আজ রবিবার, ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

সংবাদচর্চা রিপোর্ট :
রূপগঞ্জের তারাবোতে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ফ্রী মেডিকেল ক্যাম্প, ব্লাড গ্রুপিং ও ফ্রী ডায়াবেটিস টেস্ট। ১১ মে শনিবার রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশন এর উদ্যোগে সকাল ৯ টা থেকে শুরু করে বিকেল ৫ টা পর্যন্ত তারাবোর ওয়াজেদ আলী ভুইয়া স্কুল মাঠে দিনব্যাপী পাঁচ শতাধিক রোগীকে এ সেবা প্রদান করা হয়। ডিবিকেপি হাসপাতালের একঝাক দক্ষ স্বাস্থ্যকর্মী, মেডিসিন ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে এ সেবা প্রদান করা হয়। সকাল থেকেই বিভিন্ন পেশা ও শ্রেনীর লোকজন এ সেবা গ্রহণ করেন। রুপগন্জ গ্রাজুয়েট এসোসিয়েশন এর সভাপতি ফার্মাসিস্ট ইউসুফ চৌধুরী এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আসিফ ইকবালের সঞ্চালনায় আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্প, ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস টেস্ট প্রোগ্রামটির উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও রাজনীতিবিদ হাবিবুর রহমান হাবিব, প্রধান আলোচক হিসেবে প্রোগ্রামটিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ মাহাবুবুর রহমান ভূঁইয়া মেহের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবিকেবি হাসপাতালের পরিচালক এডভোকেট আশিকুর রহমান সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠান উদ্বোধনকালে রুপগন্জ গ্রাজুয়েট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত এমন জনবান্ধন সেবামুলক আয়োজনের ভুয়সি প্রশংসা করেন জনাব হাবিবুর রহমান হাবিব। ভবিষ্যতে এমন সেবামুলক আয়োজন অব্যাহত রাখতে আয়োজকদের প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি। প্রধান আলোচক জনাব মেহের ভুইয়া তার নিজ এলাকায় এমন একটি আয়োজনের জন্য রূপগঞ্জ গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানান এবং শিক্ষিত সমাজকে সমাজের উন্নয়নমূল প্রতিটি ভালো কাজে এগিয়ে আসতে আহ্বান জানান।