নবকুমার:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রূপগঞ্জে ওঠান বৈঠক আর নৌকার পক্ষে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
গতকাল শুক্রবার রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জনসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। জনসভায় হাজার হাজার মানুষের ঢল নামে।
একুশে আগস্টের রায়ে অসন্তোস প্রকাশ করে গোলাম দস্তগীর গাজী বলেন, বাংলার জনগণ তারেক রহমানের ফাঁসি দাবিতে জেগে ওঠছে। আদালত যে রায় দিয়েছে তাতে আমরা পুরোপুরি খুশি নয়। জনগণের আদালতে তারেক রহমানের ফাঁসি হবে। কোন খুনির স্থান বাংলার মাটিতে হবে না। কেউ খুন করে পার পাবে না। তারেক রহমানের ফাঁসির জন্য উচ্চ আদালতে আপিল করা হবে।
বিএনপির উদ্দেশ্যে গোলাম দস্তগীর গাজী বলেন, গ্রেনেড হামলার রায়কে যারা ফরমায়েসী রায় বলছে তারা সন্ত্রাসীদের আশ্রয়দাতা। ওরা বাংলাদেশকে জঙ্গীরাষ্ট্র বানাতে চায় ।
বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মানবিক রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করছে।পদ্মাসেতু দৃশ্যমান হচ্ছে। তথ্যপ্রযুক্তিতে বিপ্লব ঘটছে। বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে।
রূপগঞ্জ বাসির উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে রূপগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। ভূলতা ফ্লাইওভার নিমান হচ্ছে। শীতলক্ষা সেতু নির্মান হয়েছে। মুড়াপাড়া স্কুল এবং কলেজকে সরকারীকরণ করা হয়েছে।
দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রূপগঞ্জ বাসিকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান গোলাম দস্তগীর গাজী।
আলহাজ্ব সালাউদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ইমন হাসান খোকনের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহ সভাপতি ইঞ্জি.শেখ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মানজারী আলম টুটুল,রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, জুয়েল মাস্টার, আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব,শাহাবুদ্দিন, আজমত আলী, মতিউর রহমান আকন্দ, হাজী মানিক, আব্দুল আল মামুন, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, মোস্তাফিজুর রহমান শাহিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হাজী মোতাহার হোসেন নাদীম, যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা প্রমুখ।
এছাড়া গতকাল প্রগতি উচ্চ বিদ্যালয়ের নামে রাজউক কর্তৃক ৯৮.১৭ কাঠা জমি বরাদ্দের দখল পূর্বক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।