আজ মঙ্গলবার, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জ ইউনিয়নে আ.লীগের আলোচনা সভা

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল ৭ মার্চ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রদান উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়। প্রগতি উচ্চ বিদ্যালয় মাঠে  আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেক। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সমন্বকারী ওবায়দুল মজিদ জুয়েল মাস্টার, আওয়ামী লীগ নেতা আব্দুল আলীম সরকার, মোমেন মোল্লা, আলহাজ্ব মানিক আলী, আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইমন হাসান খোকন, মহিলা আওয়ামী লীগ নেত্রী রাবেয়া বেগম, লাকি আক্তার, যুব মহিলা লীগ নেত্রী জিন্নাত আরা জিসান, আন্নি আক্তার, ছাত্রলীগ নেতা আব্দুল আজিজ, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা মুশফিকুর রহমান রিপন, জাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল প্রধান, রূপগঞ্জ ইউপি সদস্য আলহাজ্ব রমজান আলী, আওলাদ হোসেন, আলমগীর হোসেন, জাকিয়া সুলতানা প্রমুখ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।