আজ বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ৯ জুয়াড়ি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জ উপজেলার কাঞ্চন মধ্য বাজারের কবির মোল্লার ‘স’ মিলের পিছনে জুয়া খেলারত অবস্থায় নয় জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ( সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্প) । সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়াড়িদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কাঞ্চন মধ্য খাঁ পাড়া এলাকার সামসু বেপারীর ছেলে মোঃ মীর হোসেন (৪০), মৃত আশরাফ আলীর ছেলে দীল মোহাম্মদ (৩৫), আলফাজ উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৩৫), সুরুজ বেপারীর ছেলে আল আমিন (৩৫), আলী দেওয়ানের ছেলে আব্দুল হাই (৪০), মৃত শহিদুল্লার ছেলে নাঈম (৫২), মৃত কচু ময়ার ছেলে ইদ্রিস আলী (৪৮), কালু ফকিরের ছেলে আব্দুর রহমান (৩৪) ও মৃত আবু সাঈদের ছেলে আব্দুর রাজ্জাক (৩৮)।

র‌্যাব-১ (সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্প) সিনিয়র ওয়ারেন্ট অফিসার (ডিএডি) মোঃ মাসুদ রানা বাদী হয়ে মঙ্গলবার সকালে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।