সংবাদচর্চা রিপোর্ট:
দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে রূপগঞ্জের ৫ টি ইউনিয়নে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শনিবার ( ৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে কায়েতপাড়া, মুড়াপাড়া, ভোলাব,ভুলতা, গোলাকান্দাইল ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন। কায়েতপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ জাহেদ আলী, মুড়াপাড়ায় তোফায়েল আহমেদ আলমাছ, ভোলাবতে এড.তায়েবুর রহমান, গোলাকান্দাইলে কামরুল হাসান তুহিন, ভুলতায় ব্যারিস্টার আরিফুল হক ভুঁইয়া নৌকার মাঝি।
কায়েতপাড়ায় প্রার্থী পরিবর্তন করেছে আওয়ামী লীগ। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ঐ ৫ ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।
দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।