আজ শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জে ৪ বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে সানী আলম নামে এক লম্পট ধর্ষণের চেষ্টা চালিয়েছে । সোমবার ৫ অক্টোবর শিশুটির দাদি তাকে কোলে করে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ নিয়ে আসে। সবকিছু শুনে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান লম্পট সানী আলমকে অভিভাবক সহ উপজেলা পরিষদে হাজির হওয়ার নিদেশ দেন। মঙ্গলবার ( ৬ অক্টোবর) দুপুরে স্থানীয় ইউপি সদস্যের সহযোগীতায় লম্পট সানী আলম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসেন। প্রথমে সে শিশুটি ধর্ষণ চেষ্টার কথা শিকার করেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা যখন পুলিশকে ফোন করে তখন সে উপস্থিত সবার কাছে ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেন। পরে তাকে রূপগঞ্জ থানা পুলিশের সোপর্দ করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান সংবাদচর্চাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়ার কথা বলেছি। ধর্ষণকারীদের কোনো ছাড় নেই। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।

জানা গেছে ভুলতা ইউনিয়নের মুইরাবো এলাকায় ঘটে এ ঘটনা। শিশুটি তাকে চাচা বলে ডাকত। গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে মুইরাবো এলাকার আবু সাঈদের ছেলে সানি আলম (২২) পাশ্ববর্তী ৪ বছরের শিশুকে ফুঁসলিয়ে প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। একপর্যায়ে শিশুকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির আত্মচিৎকারে ধর্ষক পালিয়ে যায়। পরে শিশুটি তার মা ও দাদির কাছে বিষয়টি বলে।