সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খাদ্য মন্ত্রনালয় ও খাদ্য অধিদপ্তরের বিশেষ ওএমএস কার্ড এর মাধ্যমে ১০ টাকা কেজি চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার উপজেলার কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক এ কার্যক্রমের উদ্ধোধন করেন। এতে করে কাঞ্চন পৌরসভার ৯টি ওয়ার্ডের ১২‘শ অসহায় ও এমএস কার্ডধারী পরিবারের কাছে ১০ টাকা কেজি ধরে ১০ কেজি করে চাল বিক্রি করা শুরু করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর মফিকুল ইসলাম খান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলতাফ হোসেন, আওয়ামীলীগ নেতা গিয়াসউদ্দিন, শাহীন মিয়া, হালিম মিয়া, শাকিল আহমেদ টিপু প্রমুখ।